
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে ওয়াজেদ হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে দুর্গাপুর থানার হোজা অনন্তকান্দী এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দুর্গাপুর থানার মোঃ সিরাজ উদ্দিনের ছেলে মো. জিয়াউর রহমান (৪৬), মো. জয়নাল হক (৫৩) ও মো. নজরুল ইসলাম (৬০)।
র্যাব জানায়, গত ১৪ মে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ওয়াজেদ আলী জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন। পরে ১০ আগস্ট হামলার শিকার হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
গ্রেফতার আসামিদেরকে দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।