
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা-মোহনপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা এডভোকেট কবির হোসেনের কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী প্রজন্ম দল রাজশাহী জেলা শাখা।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে সংগঠনের নেতৃবৃন্দ তার সমাধিস্থলে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতের মাধ্যমে তার রূহের মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রজন্ম দলের সভাপতি সাদিক, সাধারণ সম্পাদক বিপ্লব, রাজশাহী জেলা বিপ্লবী দলের সেক্রেটারি বিপ্লব হোসেন, কাটাখালী পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়া, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ, হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী।
প্রজন্ম দলের নেতারা বলেন, এডভোকেট কবির হোসেন ছিলেন রাজশাহীর গণমানুষের প্রিয় নেতা। তিনি সর্বদা নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে থেকেছেন এবং জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নেতারা আরও বলেন, আমরা মনে করি কবির হোসেন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তার পুত্র নাসির হোসেন অস্থির একইভাবে পাশে দাঁড়াবেন।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।