আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ বিএনপি নেতা ফজলুল আহমেদের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপি নেতা ফজলুল আহমেদের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

by Prokash Kal
১৩৬ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের নিজ বাসভবনে বিএনপির বিশিষ্ট নেতা খন্দকার ফজলুল আহমেদের মৃত্যুতে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এ মাহফিলের আয়োজন করা হয়।

খন্দকার ফজলুল আহমেদ দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক কাজ ও গণমানুষের পাশে থেকে কাজ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শাহজাদপুর উপজেলা সাবেক বিএনপির নেতা মরহুম সৈয়দ খন্দকার (সৈয়দ মেম্বার)-এর জ্যেষ্ঠ সন্তান এবং খন্দকার জাহাঙ্গীর আহমেদ ও জাহিদ আহমেদের বড় ভাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হাসান (হিরু).উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান (আরিফ)।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন (সবুজ)। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার,পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক (নওশাদ)সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী।

এছাড়াও দোয়া মাহফিলে আরও যোগ দেন শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম সাকিক(চৌধুরী) উপজেলা কৃষকদলের সভাপতি আবু বকর (রঞ্জু).শাহজাদপুর কোর্টের পিপি এডভোকেট আব্দুর রায়হান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বখতিয়ার ভুঁইয়া, ছাত্রদলের আহ্বায়ক জুয়েল,সাবেক ছাত্রনেতা সেতু, যুগ্ম আহ্বায়ক আরাফাত আলী রবিউল, মিজানুর রহমান মিজান, মাসুম রানা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাদিম আলী।

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী, স্থানীয় জনগণ ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম খন্দকার ফজলুল আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি সর্বদা দলের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করেছেন।

শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত