
মো: শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পুলিশ অভিযানে ৩২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে শাহজাদপুর পৌরসদরের দারিয়াপুর মোদকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে শাহজাদপুর থানা পুলিশ। এসময় ইয়াবা কারবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ও একাধিক মামলার আসামি সবুজ বিশ্বাস, জুয়েল ইসলাম ও মাসুম রানা রুপমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আসলাম আলী পিপিএম সাংবাদিকদের জানান, “দীর্ঘদিন ধরে এই চক্রটি মাদক ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন এলাকায় তারা ইয়াবা সরবরাহ করত। আমাদের কাছে গোপন তথ্য আসে যে, আজ তারা ইয়াবার চালান নিয়ে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয় এবং তাদের গ্রেফতার করতে সক্ষম হই।”
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদেরকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা শাহজাদপুরসহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক কারবার চালিয়ে আসছিল। স্থানীয়ভাবে তারা একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলে ইয়াবা সেবন ও বিক্রির মাধ্যমে তরুণ প্রজন্মকে বিপথে নিতে সক্রিয় ছিল।
এদিকে মাদকসহ গ্রেফতারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক কারবারে জড়িত অন্যান্য চক্রও ধরা পড়বে এবং শাহজাদপুর ধীরে ধীরে মাদকমুক্ত এলাকায় পরিণত হবে।