আজ- বুধবার, ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী XFortune Tours & Travels-এর ৬ বছরের সাফল্যগাথা

XFortune Tours & Travels-এর ৬ বছরের সাফল্যগাথা

by Prokash Kal
৩১৭ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর অন্যতম ভ্রমণ প্রতিষ্ঠান XFortune Tours & Travels আজ ৬ বছরে পা রাখলো। কয়েকবছর ধরে প্রতিষ্ঠানটি দেশের ট্যুরিজম খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশ-বিদেশে ভ্রমণপ্রেমীদের জন্য নির্ভরযোগ্য সেবাদাতা হিসেবে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে তারা।

XFortune Tours & Travels মূলত ভ্রমণের সাথে সম্পর্কিত সকল ধরণের সেবা দেশি ও আন্তর্জাতিক ট্যুর, ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং সহ সার্বিক ভ্রমণ ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে সফলভাবে। গুণগত মানের সেবা এবং সময়োপযোগী পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই ভ্রমণপিপাসুদের কাছে একটি আস্থার নাম হয়ে উঠেছে।

প্রতিষ্ঠানটির সবচেয়ে উজ্জ্বল উদ্যোগগুলোর একটি হলো রাজশাহীর লোকাল ট্যুরিজম নিয়ে বিশেষ কাজ করা। রাজশাহীর ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশের অন্যান্য অঞ্চলের মানুষদের কাছে পরিচিত করে ভোলার লক্ষ্যে ভারা চালু করেছে ১২ রাত ও দিন”-এর একটি বিশেষ ভ্রমণ প্যাকেজ। এই প্যাকেজের মাধ্যমে দর্শনার্থীরা রাজশাহীর ঐতিহাসিক স্থাপনা, সাংস্কৃতিক নিদর্শন ও স্থানীয় খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন।

XFortune Tours & Travels বিশ্বাস করে, তাদের এই উদ্যোগ শুধু রাজশাহীর নয়, বরং সমগ্র বাংলাদেশের লোকাল ট্যুরিজম সেক্টরকে নতুন দিগন্তে পৌঁছে দেবে। রাজশাহী হয়ে উঠতে পারে সারা দেশের ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য, এবং প্রতিষ্ঠানটি সে লক্ষ্যেই এগিয়ে চলেছে নিরবচ্ছিন্নভাবে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জানান, “আমাদের এই ৬ বছরের পথচলায় আমরা অসংখ্য পর্যটকের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। রাজশাহীর সৌন্দর্য ও ইতিহাসকে বিশ্বদরবারে পৌঁছে দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

৬ বছর পূর্তির এই শুভক্ষণে XFortune Tours & Travels তাদের গ্রাহক, সহযোগী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত