২৯৮


নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাটে ছিনতাই মামলার তদন্ত প্রাপ্ত পলাতক আসামি মো. ফয়সাল (২৪)কে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (২৫ জুলাই) সকালে জয়পুরহাট সদর থানার ফুলতলী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৩০ মে রাত ১টার দিকে ইসলামপুরে ধান ব্যবসায়ী নুরুল ইসলামের গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় ফয়সাল পলাতক ছিলেন।
গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ ২,৯৮৫ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।