
নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সাদেকাতুল শিহাবকে প্রেসিডেন্ট ও সেজানকে সেক্রেটারি করে কমিটি ঘোষণা করা হয়। ক্লাবের দ্বিতীয় নির্বাহী কমিটি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারা।
ক্লাবটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ তৈরি, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে একাডেমিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.খাদেমুল ইসলাম মোল্যা বলেন, নতুন নির্বাহী কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের গবেষণামূলক ও একাডেমিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রিসার্চ ক্লাবটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ ক্লাব, যার সদস্য সংখ্যা ১৫০০ এরও বেশি। গবেষণাভিত্তিক মানসিকতা তৈরিতে এই ক্লাব একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।