
সাহিদ হাসান:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘কর্মসংস্থান’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ক্যারিয়ার সেন্টারের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শামীম আহসান পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “শুধুমাত্র ডিগ্রি নয়, বর্তমান যুগে কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে প্রয়োজন বাস্তবমুখী দক্ষতা ও আত্মবিশ্বাস। বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর হওয়ায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহার শিখতে হবে।”
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান ফাইজা আনসারি এবং কমিউনিকেশন বিভাগের প্রধান মোঃ আব্দুল কাইয়ুম।
বক্তারা শিক্ষার্থীদের বর্তমান চাকরির বাজার, সিভি প্রস্তুতকরণ, ইন্টারভিউ কৌশল ও দক্ষতা উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এছাড়াও Futurenation এবং কীভাবে একজন ভালো কমিউনিকেটর হওয়া যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
পরিশেষে আলোচকরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও জানান, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও করা হবে।