১৪৩


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর নগরীর কাশিয়াডাঙ্গা থেকে জাল নোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের মূলহোতা শহিদুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল চাঁপাইনবাবগঞ্জ জেলার নাঁচোল থানার মৃতঃ সেলিম রেজার ছেলে।
এসময় তার কাছ থেকে নগদ টাকার বান্ডিলে রাখা ৫ হাজার টাকার জাল নোট, ৯ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে শহিদুল চক্রের মাধ্যমে জাল টাকা প্রস্তুত ও বিপণন করছিল। তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।