
শাহান আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি :
দীর্ঘ ১৫ বছর পর শাহজাদপুরের ঐতিহ্যবাহী মাওলানা ছাইফউদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ আবারও এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। এতে উচ্ছ্বসিত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার (২৫ মে) দুপুরে কলেজের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি শামসুদ্দিন এহিয়া খান মজলিস।
সভায় আরও বক্তব্য রাখেন দাতা সদস্য মেরাজ খান মজলিস, রিয়াজ খান মজলিস, বিএনপি নেতা কে এম আরিফ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, “১৯৯৩ সালে আমার প্রয়াত ভাই এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিস এ কলেজ প্রতিষ্ঠা করেন। তখন বিএনপি সরকারের সময়ে কলেজ, অডিটোরিয়াম, বিদ্যুৎকেন্দ্র, সেতু ও হাসপাতালসহ ব্যাপক উন্নয়ন হয়েছিল। কিন্তু পরে আওয়ামী লীগ সরকারের আমলে কেন্দ্র বাতিল হয়। আমি তা ফিরিয়ে এনেছি।”
তিনি কলেজের অবকাঠামো উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দের ঘোষণাও দেন এবং পরিদর্শন করেন কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ।