
সাহিদ হাসান :
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টায় বিভাগের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের নতুন জার্সি উন্মোচন করা হয়।
এ খেলার আয়োজনে সাংবাদিকতা বিভাগের টাইটেল স্পন্সর হিসেবে আছে ইয়াসমিন রিয়েল এস্টেট, লজিস্টিক পার্টনার হিসেবে আছে ওয়াই সিক্সটি নাইন এবং কিট পার্টনার হিসেবে আছে জার্সি ক্যানভাস। এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগ অংশগ্রহণ করছে।
জার্সি উন্মোচন উপলক্ষে বিভাগের শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন বলেন, “এবারের টুর্নামেন্টে আমাদের শিক্ষার্থীরা শুধু খেলায় অংশগ্রহণ করবে না, তারা তাদের দলগত চেতনা ও খেলোয়াড়সুলভ মানসিকতা দিয়েও সবার কাছে দৃষ্টান্ত স্থাপন করবে।এখানে আমাদের দায়িত্ব তাদের মানসিকভাবে সমর্থন দিয়ে পাশে থাকা।”
বিভাগের শিক্ষক মুহাম্মাদ রাকিব হোসাইন বলেন, “আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রতিভা এবং অধ্যবসায় রয়েছে, যা তাদের সাফল্যের পথে নিয়ে যাবে। আশা করছি, এই টুর্নামেন্টে আমাদের বিভাগ দারুণভাবে নিজেদের প্রমাণ করবে।”
একই বিভাগের শিক্ষক তন্দ্রা মণ্ডল বলেন, “খেলার মাঠে শিক্ষার্থীরা শুধু জেতার জন্য নয়, শৃঙ্খলা, সম্মান এবং সহমর্মিতার জন্যও লড়াই করে। এই টুর্নামেন্টের মাধ্যমে তাদের মধ্যে এই গুণাবলীর বিকাশ হবে। আমাদের শিক্ষার্থীরা নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দেবে।”
বিভাগের শিক্ষক সাঈদ ইবরাহীম রিফাত জানান, “খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও শক্তিশালী করে তোলে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের বন্ধুদের সঙ্গে দলগত চেতনাকে আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। আশা করছি, আমাদের দল সফলতার সাথে খেলায় মেধা প্রদর্শন করবে।”
আরেকজন শিক্ষক, আয়শা সিদ্দিকা বলেন, “আমাদের ছাত্রছাত্রীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও নিজেদের সেরা প্রদর্শন করবে, এটিই আমাদের প্রত্যাশা। এই টুর্নামেন্টে তারা তাদের প্রতিভা ও কঠোর পরিশ্রম দিয়ে অন্যদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে আমি মনে করি।
উল্লেখ্য, জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম খেলা আগামী ৬ নভেম্বর ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার বিভাগের সাথে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু হওয়ায় শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি বিভাগের শিক্ষকবৃন্দ তাদের সমর্থন জানিয়ে খেলার মাঠে উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।