
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত মো: ওবায়দুল (৫২) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুরের মৃত আ: রহমানের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি অবস্থায় জানতে পারে রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় দুই ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।
পরবর্তীতে ডিবি পুলিশের এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম রাত সোয়া ১২ টায় থানার রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওবাইদুলকে গ্রেপ্তার করে, এসময় এক ব্যক্তি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।