আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

by Prokash Kal
১৪২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর পবা থানা ও মহানগর ডিবি পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর পবা থানার সূর্যপুর হলদারপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে মো: আজাহার আলী ওরফে রাজা (৬৩) ও তার স্ত্রী মোছা: ফাহিমা বিবি (৫৪) এবং ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: আকাশ আলী (২৪) মতিহার থানার চরশ্যামপুর এলাকার মৃত সাজদার আলীর ছেলে।

সোমবার (২৬ মে) দুপুরে পবা থানার সূর্যপুর হলদারপাড়ার গ্রামের এক বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি আজাহার আলী ও ফাহিমা বিবিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অপরদিকে সোমবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার চরশ্যামপুর এলাকা থেকে আকাশকে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর পবা ও মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত