
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা দৃষ্টিপ্রতিবন্ধী যমজ দুই বোন আফিয়া আক্তার ও ইভা আক্তার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নজির গড়েছেন।
তারা দু’জনই পড়ালেখা করেছেন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে।
দৃষ্টি সমস্যাকে জয় করে তারা দেখিয়েছেন, ইচ্ছা থাকলে শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়। চোখে না দেখতে পারলেও মনের চোখ দিয়ে তারা ভবিষ্যতের স্বপ্ন গড়ছেন। আর সে স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া।
আফিয়া আক্তার বলেন, “আমার লেখাপড়ার সবচেয়ে বড় বাধা ছিল চোখের সমস্যা। বোর্ডে লেখা ঠিকমতো দেখতে পেতাম না। রাস্তাঘাটে চলাফেরা করতেও ভয় লাগত। কিন্তু আমি কখনো হাল ছাড়িনি।”
ইভা আক্তার বলেন,”প্রতিদিন স্কুলে যাওয়া, রাস্তা পার হওয়া সবই ছিল কষ্টসাধ্য। অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু স্বপ্নের কাছে সেগুলো কিছুই না। আমি স্বপ্ন দেখি বিসিএস ক্যাডার হওয়ার।”
বাবা গোলাম আক্তার বলেন, “আমার মেয়েরা অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছে। ছোটবেলায় ওদের স্কুলে যেতে আমি বা ওদের মা হাতে ধরে নিয়ে যেতাম। কোচিং থেকে ফিরিয়ে আনতাম। আজ ওদের সাফল্যে আমি গর্বিত। আমি চাই, ওরা বিসিএস ক্যাডার হোক।”
মা মোছাঃ তানিয়া শাবনাজ বলেন, “ছোটবেলা থেকেই চোখে সমস্যা ছিল ওদের। কিন্তু এই দুটি মেয়ের সাহসিকতা, অধ্যবসায়-অসাধারণ। আমি ওদের জন্য গর্বিত ও দোয়া করি যেন আরও বড় কিছু অর্জন করতে পারে।”
বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ফারজানা ইয়াসমিন বলেন, “দুই বোনই অসাধারণ মেধাবী। দৃষ্টিশক্তিতে সীমাবদ্ধতা থাকলেও ওদের মন ও সাহসে কোনো ঘাটতি নেই। প্রয়োজনীয় সহায়তা পেলে ওরা অবশ্যই বিসিএস ক্যাডার হতে পারবে।”