আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home শিক্ষা ও সংস্কৃতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যকর খাবার পরিবেশনের লক্ষ্যে ফুড কোর্ট চালু

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যকর খাবার পরিবেশনের লক্ষ্যে ফুড কোর্ট চালু

by Prokash Kal
২৬২ views

নিজস্ব প্রতিবেদক:

ফুড কোর্ট চালু করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সংলগ্ন জায়গায় (পূর্বদিকে) এ ফুড কোর্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফায়জার রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান শামীম আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, প্রক্টর ড. আব্দুল আউয়াল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর উপ-পরিচালক সিরাজুর রহমান, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস-এর উপ-পরিচালক আব্দুস সালাম, আইসিটি সেল-এর উপ-পরিচালক ফরিদুজ্জামান খান, মিডিয়া উপদেষ্টা গোলাম রাব্বানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক মানোন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে পুষ্টিকর খাবার পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ফুড কোর্ট শুধু খাবার পরিবেশনের স্থান নয়, এটি হবে শিক্ষার্থীদের মিলনমেলা ও ক্যাম্পাস জীবনের অংশ।’

নতুন এই ফুড কোর্ট-টি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার পরিবেশনের পাশাপাশি এক প্রাণবন্ত ক্যাম্পাস অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত