আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে একই দিনে দুই গৃহবধূর আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

শাহজাদপুরে একই দিনে দুই গৃহবধূর আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

by Prokash Kal
২০৩ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একই দিনে দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাগুলো স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, গত ২৩ জুলাই (বুধবার) রাতে উপজেলার কায়েমপুর গ্রামে চার সন্তানের জননী খুশী খাতুন (৩৬) স্বামীর সঙ্গে অভিমানে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন। তিনি সৌদি প্রবাসী সাহান সরকারের স্ত্রী।

অন্যদিকে, একই রাতে উপজেলার নরিনা গ্রামে পারিবারিক কলহের জেরে মোহনা পারভীন (২০) নামের এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সাত মাস আগে তার বিয়ে হয় স্বপন নামের এক যুবকের সঙ্গে।

ঘটনার বিষয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই উভয়ের মরদেহ উদ্ধার করে এবং পরদিন ২৪ জুলাই (বৃহস্পতিবার) ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একজন গ্যাস ট্যাবলেট খেয়ে ও অপরজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উভয় ঘটনার ব্যাপারে অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত